রাশিয়া লজ্জিত নয় : রুশ পররাষ্ট্রমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২২, ১১:৩০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫

‘রাশিয়া যা সেটাই। আর নিজের চেহারা দেখাতে আমরা লজ্জাবোধ করি না।’ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

প্রায় চার মাস আগে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণ গেছে হাজার হাজার বেসামরিক মানুষের। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে লাখ লাখ ইউক্রেনীয়।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিবিসির মুখোমুখি হন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বললেন, যেমনটা মনে হচ্ছে বাস্তবতা আসলে তেমন নয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইউক্রেন আক্রমণ করিনি। আমরা একটি বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছি। কেননা, ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেওয়া একটি অপরাধমূলক কাজ; আমাদের কাছে পশ্চিমাদের এটা বোঝানোর কোনও উপায় ছিল না।’

ইউক্রেনে নব্য নাৎসিবাদের উপস্থিতির দাবির পুনরাবৃত্তিও করেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ান কর্মকর্তারা প্রায়ই দাবি করেন যে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনকে নাৎসিমুক্ত করার কাজ করছে।

গত মে মাসে ইতালির একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে কেন রাশিয়া ‘নাৎসি’ হিসেবে চিত্রিত করছে- যেখানে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি হচ্ছেন একজন ইহুদি।

জবাবে ল্যাভরভ বলেন, এতে কিছু আসে যায় না। প্রেসিডেন্ট ইহুদি হলেই যে ইউক্রেনে নাৎসিরা নেই এটা প্রমাণ হয় না। তিনি বলেন, ‘আমার ভুল হতে পারে, কিন্তু হিটলারের দেহেও ইহুদি রক্ত ছিল। জ্ঞানী ইহুদিরা বলেন যে, সবচেয়ে কড়া অ্যান্টি-সেমিটরাও সাধারণত ইহুদি হয়ে থাকে।’

পরে অবশ্য সমালোচনার মুখে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছে ক্ষমা চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৮ বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন ৭২ বছরের সের্গেই ল্যাভরভ। তবে তিনি নিজে এবং তার কন্যা উভয়েই এখন পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত