রাশিয়া-ইউক্রেন সফরের আগে তুরস্ক যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১০:১০ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৪৯
রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্কে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যাবেন গুতেরেস। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে দেখা করবেন।
মঙ্গলবার তুরস্ক থেকে মস্কোর উদ্দেশে রওয়ানা দেবেন গুতেরেস। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দুপুরের খাবার খাবেন জাতিসংঘ মহাসচিব।
বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন গুতেরেস। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সাথে বৈঠক করবেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করছে তুরস্ক।
এদিকে জাতিসংঘ মহাসচিবের আগে রাশিয়া যাওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। গুতেরেসের এই সিদ্ধান্তকে ভুল ও অযৌক্তি বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত