রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘বিজয় দিবস উদযাপন’ নিয়ে যা জানা যাচ্ছে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৮ মে ২০২২, ১১:৪৫ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

রাশিয়া আগামীকাল সোমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর আত্মসমর্পণে নিজেদের ভূমিকাস্বরূপ রাশিয়া প্রতিবছর দিবসটি উদযাপন করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। রাশিয়া প্রতিবছর ৯ মে উৎসব পালন করে। পুতিন এবার দিবসটি জাকজমকভাবে উদযাপন করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস অর্থাৎ ৯ মের আগেই সফল হতে চেয়েছিল। গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে নাৎসি মুক্ত করতে বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, বর্ণাঢ্য বিজয় দিবস উদযাপন করলেও পুতিন ইউক্রেন যুদ্ধে কোনো বিজয়ের ঘোষণা দিবেন না। যুদ্ধের ন্যায্যতা প্রমাণে তিনি কেবল নাৎসিবিরোধী আবেগঘন বক্তব্য দিতে পারেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, বিজয় দিবসে পুতিন বক্তব্য দিবেন। রাশিয়ার সাধারণ জনগণের পাশাপাশি বিশ্ব নেতা এবং পর্যবেক্ষকরাও তার বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করছেন। যুদ্ধ আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে পুতিনের বক্তব্যে তা ফুটে উঠবে বলে ধারণা তাদের।

তবে আন্দ্রেই কলেসনিকভ নামে একজন গবেষক বলেছেন, সোমবার পুতিন ইউক্রেন যুদ্ধে বিজয়ের ঘোষণার পাশাপাশি সংঘাতের সমাপ্তিরও ঘোষণা দিতে পারেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত