রাশিয়ার দাবি, প্রথম দিনের অভিযান সফল
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, প্রথম দিন যে লক্ষ্য নিয়ে রাশিয়া ইউক্রেনে অভিযান চালিয়েছে তা অর্জন করতে তার দেশের সামরিক বাহিনী সক্ষম হয়েছে। রুশ বাহিনীর জন্য সেদিন যে সমস্ত কাজ নির্ধারণ করা হয়েছিল তা সবই সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
কোনাশেনকভ আরো জানান, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে যার মধ্যে ১১টি বিমানঘাঁটি। একইসঙ্গে একটি সামরিক হেলিকপ্টার এবং চারটি ড্রোনও ভূপাতিত করে।
গতকাল সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সামরিক বাহিনীকে পূর্ব ইউক্রেনের দোনবাস এলাকায় অভিযান চালানোর নির্দেশ দেন, এরপর রুশ বাহিনী সকাল থেকেই পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।
গোলযোগপূর্ণ দোনেস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নেতারা “ইউক্রেনের আগ্রাসন” প্রতিহত করার জন্য ক্রেমলিনকে অনুরোধ করার পর প্রেসিডেন্ট পুতিন সেখানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। সূত্র : পার্সটুডে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত