রাশিয়াকে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১০

রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় তাহলে জার্মানিতে দেশটির গুরুত্বপূর্ণ একটি গ্যাস পাইপলাইন বন্ধ করে দেয়ার প্রতিজ্ঞা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানিয়েছে, ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে বৈঠকের পর বাইডেন এমন প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের ‘ইতি ঘটাবে’ যুক্তরাষ্ট্র।

মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করে যুদ্ধ এড়ানো সম্ভব হতে পারে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আশা প্রকাশের পর এমন মন্তব্য করলেন বাইডেন।

রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে দিন দিন এমন আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমাদের মধ্যে। যদিও রাশিয়া বলছে, তারা কোনো হামলা চালাবে না। কিন্তু কয়েক সপ্তাহ আগে ইউক্রেনের সীমান্তে এক লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া।

রোববার মার্কিন কর্মকর্তারা বলেছেন, পুরো মাত্রার হামলা চালাতে প্রয়োজনীয় শক্তির ৭০ শতাংশ সামরিক বাহিনী জড়ো করেছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দিতে এবং পূর্ব ইউরোপে সামরিক এই জোটের সংখ্যা কমানোর দাবি করেছে মস্কো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত