রামপুরায় বাসে আগুন: অভিযুক্ত মূলহোতাসহ গ্রেফতার চার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১১:০৮ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:১৮

রামপুরায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার পর ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মূলহোতা মনিরসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ ৮-১০ বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি এবং রামপুরা থানায় আরেকটি মামলা করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত