রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরি, দুই যুবক আটক
প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ১৪:১২ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৫:২১
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তামার তারসহ দুই যুবককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। রবিবার (২ এপ্রিল) সকালে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে সিনপ্লেক্স এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের মনিরুল শেখের ছেলে হাসিবুল শেখ এবং মোংলা উপজেলার মিঠাখালি গ্রামের জালাল শেখের ছেলে মহিদুল শেখ।
৩-আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ জানান, আটকদের কাছ থেকে ১২০ কেজির বেশি কপার ক্যাবল, একটি ক্যাবল কাটার ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার করা কপার ক্যাবলের আনুমানিক মূল্য দুই লাখ পাঁচ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধার করা মালামালসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত