রাত থেকে এখনও চলছে ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ |  আপডেট  : ১০ মার্চ ২০২৫, ১৪:২১

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হচ্ছে সকালেও। গতকাল বুধবার রাত থেকে বাড়িটি ভাঙা শুরু হয়। সকালে দেখা যায় কেউ কেউ বাড়ির ভেতরে থাকা লোহা জাতীয় সকল জিনিস খুলে নিচ্ছেন, আবার কেউ কেউ ভাঙচুরের দৃশ্য দেখতে ভিড় করেছেন। বাড়ির ভেতরে দরজা, জানালা, লিফট ইত্যাদি  জিনিসপত্র খুলে নিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটির সামনে দাঁড়িয়ে স্লোগানও দিচ্ছেন অনেকে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত ৮টার দিক থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, ‘স্বৈরাচার সাবধান।’

জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ছয় মাস ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে এই বিক্ষোভ করেন।

 

সা/ই

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত