রাতে মুখোমুখি হচ্ছে লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭
২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আজ রোববার রাতে মুখোমুখি হচ্ছে লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের পর ফের সুপারক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে দুই লাতিন জায়ান্ট।
এবারও ব্রাজিলের মাটিতেই হবে ম্যাচ। তবে এবারের ভেন্যু মারাকানা নয়, সাও পাওলো। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই ফুটবল সৌন্দর্যের পসরা। দুই দলের লড়াই উপভোগ করতে তাই অধীর আগ্রহে বসে থাকেন ফুটবলপ্রেমীরা। মাত্র দুই মাস আগেই দুই দলের মধ্যকার সর্বশেষ লড়াইটা হয়েছিল, কোপা আমেরিকার ফাইনালে। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে মারাকানায় সেলেসাওদের হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। এবারের ম্যাচটি তাই ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।
টানা সাত ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব মিলিয়ে হারেনি টানা ২১ ম্যাচে। তবে আলবিসেলেস্তেরা সব ম্যাচে জয়ের দেখা পায়নি। ৩টিতে ড্র করায় ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে লিওনেল স্কালোনির দল। ব্রাজিলের বিপক্ষে মেসিরা হারলে আর ইকুয়েডর নিজেদের পরের ম্যাচ জিতলে, দুই থেকে তিনে নেমে যাবে আর্জেন্টিনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত