রাজৈরে হত্যা মামলার আসামী রংমিস্ত্রিকে গলাকেটে হত্যা
প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ২০:৪৯ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪৮
মাদারীপুরের রাজৈরের বাজিতপুরে হত্যা মামলার আসামী রংমিস্ত্রিকে কুপিয়ে , পায়ের রগ কেটে ও গলাকেটে করে হত্যা করেছে দূবৃত্তরা। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন নিয়ে রাজৈর থানা পুলিশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মাইনউদ্দিন (৪৭) নামে একজনকে আটক করেছে।
নিহতের পরিবার দাবী শাহীনকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও পরিবার জানায়,( ৭ আগষ্ট) রোববার সকাল ৯টায় উপজেলার বাজিতপুরের চৌরাশি সড়কের পরিত্যক্ত গণউনন্নয় প্রচেষ্টা অফিসের পাশে রক্তাক্ত এ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শাহীন ঢাকায় রংমিস্ত্রি কাজ করতেন ও কিসমদ্দি বাজিতপুর গ্রামের মোস্তফা শেখ এর ছেলে। সে ওই হত্যা মামলার হাজিরা দিতে এতে হত্যার শিকার হলেন।
হত্যার শিকার শাহীন শেখ(২৭) বাজিতপুর সোহেল হত্যা মামলার ৬নং আসামী ছিলেন। রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত