রাজৈরে মধ্যেবয়সী কৃষককে পিটিয়েছে কিশোর গ্যাং
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পৌর এলাকার রাজৈর বাজার বটতলার মোড়ে স্থানে চৈতন্য ফার্মেসীর দোকান থেকে মেডিসিন কিনে সেবন করার সময় মুখের কুলকুচির পানির ছিটে লাগায় মধ্যে বয়সী এক কৃষককে কতিপয় কিশোর দল পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে( ২৫ সেপ্টেম্বর) শনিবার দিবাগত রাত ৮টার সময়। কৃষক হায়দার খলিফা(৬০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত কৃষক পৌর এলাকার মোল্লাকান্দির মৃত কালামিয়া খলিফার ছেলে। এঘটনায় আহতের পরিবার প্রশাসনের কাছে বিচার দাবী করছেন।
আহতের ছেলে মাসুদ খলিফা অভিযোগ করে বলেন, একজন কৃষককে যারা এভাবে মারতে পারে তাদের কঠোর বিচার চাই,আর সবার ঘরে বাপ মা আছে তাহলে তাদের(কিশোর গাং) এর কি হবে?
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো সাদি জানান, ঘটনাটা শুনেছি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো, তবে কিশোর গাং এর বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত