রাজৈরে ভোক্তা অধিকার সংরক্ষণের ৭৫ হাজার টাকা জরিমানা

  শফিক স্বপন,মাদারীপুর 

প্রকাশ: ৯ মার্চ ২০২২, ২০:৫৬ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:৫১

মাদারীপুরের রাজৈরে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালিয়ে ৬টি দোকানে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (৯ মার্চ) দুপুরে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

রাজৈর উপজেলার নিরাপদ খাদ্য পরির্দশক মো. নুরুজ্জামান মোল্লা জানান, সয়াবিন তেল ধার্যকৃত মুল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ায় স্বপন সাহাকে ৪০ হাজার, সামির ভ্যারাইটিস ষ্টোর এর সাদ্দাম হোসেনকে ১০ হাজার ও আবুল খায়ের কাজীর মুদি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করে।

অন্যদিকে মাতৃ মিষ্টান্ন ভান্ডারের দীপংকর সাহাকে ৫ হাজার, তৃপ্তি মিষ্টান্ন ভান্ডারের অরুণ কান্তি সাহাকে ৫ হাজার ও গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের গোবিন্দ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় খবর পেয়ে বাজারের অধিকাংশ মুদি ও মিষ্টির দোকানগুলো বন্ধ করে দোকানীরা পালিয়ে যায়।

এই অভিযানে খুশি সাধারণ ক্রেতারা। তাদের দাবি এমন ঝটিকা অভিযান যেনো মাঝে মধ্যে পরিচালনা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত