রাজৈরে দু'পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত-৬

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৯:২০ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২০

মাদারীপুরের রাজৈরে কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা দোকানঘরের ওপর হামলার প্রতিবাদে  দোকানঘর বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। গত শনিবার রাতে রাজৈর সদরে এ ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে কিশোরদের মধ্যে তুচ্ছ একটি ঘটনা কেন্দ্র করে কথাকাটাকাটি ও একপর্যায় মারপিট হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা সদরের দুটি গ্রাম মজুমদারকান্দি ও পশ্চিম রাজৈরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এতে ওসিসহ ছয়জন আহত এবং বেশ কয়েকটি দোকানঘর লাঠিসোটা ও ইটপাটকেল নিক্ষেপে ক্ষতিগ্রস্ত হয়।

পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকানঘর বন্ধ ঘোষণা দিয়ে রাতে এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। পরে রোববার সকালে বাজার বণিক সমিতির সভাপতি শামিম নেওয়াজ মুন্সী ও ওসি শেখ সাদির বিচারের আশ্বাসে ব্যবসায়ীরা দোকানঘর খুলে দেয়।

মারাত্মক আহত রবিউল ইসলাম (২৮), মিঠুন (২১) পথচারী শরীফুলকে (১৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওসি শেখ সাদিক ও তদন্ত ওসি সঞ্চয় কুমারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

রাজৈর থানার ওসি শেখ সাদি জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষকারীদের ইটপাটকেলে কয়েকজন আহত হয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত