রাজৈরে ট্রাক চাপায় কাঠমিস্ত্রীর মৃত্যু

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:২২ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১২:১২

মাদারীপুরের রাজৈরে বাজার করতে গিয়ে ট্রাক চাপায় অভয় বিশ্বাস (৪৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার টেকেরহাট-কবিরাজপুর আঞ্চলিক সড়কের তাতিকান্দি এক নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভয় উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের গোয়াল বাথান গ্রামের মৃত কালিকেস্ট বিশ্বাসের ছেলে। তিনি রাজধানীর বিক্রমপুরে কাঠমিস্ত্রীর কাজ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের ভোট দেওয়ার জন্য ১০/১২ দিন আগে বিক্রমপুর থেকে বাড়ি এসেছেন অভয়। আজ (বুধবার) সকালে টেকেরহাট বাজারে কেনাকাটা করতে যায়। পরে বাড়ি ফেরার সময় পথিমধ্যে অটোভ্যান থেকে ছিকটকে পড়ে যায়। এসময় কালামৃধা থেকে আসা কাঠুন ভর্তি দ্রুতগামী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক ঘটনাটির নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত