রাজিউর রহমান জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ২০:০২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:১৬

বগুড়া জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান। ৯ অক্টোবর বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। 

সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের মাসিক মূল্যায়নে মামলা তদন্তে বিশেষ ভূমিকা রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়। ক্লুলেস হত্যা মামলা তদন্তকালে রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার, আইনশৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত