রাজশাহীতে হিমেল হাওয়ার কারণে বেড়েছে শীতের তীব্রতা
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪২
রাজশাহীতে কয়েক দিন ধরে হিমেল হাওয়ার কারণে বেড়েগেছে শীতের তীব্রতা। তাই জেঁকে বসেছে শীত। ভোর থেকে জেলাজুড়ে ঘন কুয়াশার দাপট। কুয়াশার কারণে বাস,ট্রাক ট্রেনসহ বিভিন্ন যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। গত দুই দিন ধরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা সূর্যের দেখা মিলছেনা এবং তাতে তেমন উষ্ণতা মেলেনি। হাড় কাঁপানো শীতে গ্রাম ও বস্তি এলাকায় বসবাসকারী দরিদ্র লোকজন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে উঠেছে। শীতের সঙ্গে বইছে ঝিরিঝিরি বাতাস, যা ঠান্ডার অনুভ‚তিকে আরও বাড়িয়ে দিচ্ছে। বাতাসে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে শরীরের কাপড় ভিজে যাচ্ছে। তবে রোববার ও সোমবার (২৯ ডিসেম্বর) দিনভর দেখা মেলেনি সূর্যের।
কুয়াশা আর হিমেল হাওয়া ছিল দিনভর। রাতে কুয়াশা বৃষ্টির মতো টপটপ করে ঝরছে। বাইরে বের হলে বাতাসে কাবু করে দিচ্ছে। শরীরে কাঁপুনি উঠে যাচ্ছে। যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, বিশেষ করে নি¤œ আয়ের মানুষ ও শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে, শীতের তীব্রতা কারণে কদর বেড়েছে সগরম পোশাকের বিভিন্ন বাজার গুলোতে ফুটপাত ও কাপড়ের দোকানগুলোতে বিক্রি বেড়েছে শীতের পোশাকের। তবে এ বছর এখনো সরকারি কিংবা বেসরকারিভাবে শীত নিবারণের জন্য দরিদ্র জনসাধারণকে কোনো রকম কম্বল দেওয়া হয়নি বলে জানাগেছে। এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে গতকাল সোসবার মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাই বেশি শীত অনুভ‚ত হচ্ছে। যা আগামী কয়েকদিন ধরে চলতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত