নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু
নাজমুল হুদা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিকী (২৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম গ্রামের আমির হোসেনের ছেলে। নিহত আবু বক্কর সিদ্দিকী এলাকায় একজন পরিশ্রমী ও ভদ্র ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আবু বক্কর সিদ্দিকী ওমরপুর হাটে তার দোকানের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। অন্ধকারে ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের ওমরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে তার মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সেসময় দ্রুতগতির মোটরসাইকেলটি একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার জানায়, আবু বক্কর সিদ্দিকী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছেন তার মা-বাবাসহ স্বজনরা।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর শুনেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত