রাজশাহীতে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৩:৩৮ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের উদ্যোগে গ্রাহক সমাবেশ ৮ অক্টোবর ২০২১, শুক্রবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন। 

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন রাজশাহী শাখাপ্রধান মুন্সি রেজাউর রশীদ। গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন আমান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, নাবিল গ্রুপের চিফ অপারেটিং অফিসার অনুপ কুমার সাহা, সপুরা সিল্ক মিলস লিমিটেডের পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, সেভেন স্টার ফিশ প্রসেসিং কো¤পানি লিমিটেডের চেয়ারম্যান মোঃ ইমদাদ হোসাইন এবং নবাব অটো রাইস অ্যান্ড ফিড মিল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকবর হোসেন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ সহ রাজশাহী জোনের শাখাসমূহের ব্যবস্থাপক ও বিশিষ্ট গ্রাহকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত