রাজধানী উত্তরায় বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১১:৩৬ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২১:২৯
রাজধানীর উত্তরার ৭নং সেক্টরের বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সরাসরি ভিডিওতে দেখা গেছে, মার্কেটের ভেতর থেকে ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন কয়েকজন। টিনশেড এই মার্কেটটিতে কাপড়ের দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত