রাজধানীর মোড়ে মোড়ে আ.লীগ নেতা-কর্মীদের সতর্ক অবস্থান
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৩, ১১:৪৯ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪
বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে আজও মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অবরোধ প্রতিহতে রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।
এছাড়া বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন মহানগরের নেতা-কর্মীরা।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ মহানগরের নেতাকর্মীরা অবস্থান নেন।
এছাড়া রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অবস্থান নিতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর তৃতীয় দফায় দেশজুড়ে ৪৮ ঘণ্টার অবরোধ দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত