রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে (বিহারি ক্যাম্প) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সামরিক সংস্থাটি জানায়, যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ৬টি চায়নিজ কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে।

এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩১ জন দুর্বৃত্ত ও ৩ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট থানা ও পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র দিয়ে জেনেভা ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত