রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১২
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ১৪৪০ পিস ইয়াবা, ৩৫৫ গ্রাম ও ১৩৪ পুরিয়া হেরোইন, তিন কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত