রাজধানীতে বিজয় শোভাযাত্রায় বড় জমায়েত করল বিএনপি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:২১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:১৬
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা বের করেছে বিএনপি। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। এটি বিজয় দিবসের শোভাযাত্রা হলেও দলটি একদফা দাবির পক্ষে এবং নির্বাচনবিরোধী নানান স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় বিজয় শোভাযাত্রা বের হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১১টা থেকেই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন।
পরে বেলা আড়াইটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শান্তিনগর মোড়ে গিয়ে এটি শেষ হয়। সমাবেশে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ঢাকা ও আশপাশের জেলা, উপজেলার ব্যানারে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।মিছিলে বিএনপি নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল বের করেছেন।
এ সময় দলীয় কার্যালয়ের বাইরে বেশ কয়েকটি পিকআপ ট্রাক দাঁড় করানো ছিল। দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় এবং ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এতে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, আইন সম্পাদক কায়সার কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-পল্লী উন্নয়ন বিষয়ক বজলুল করিম চৌধুরী আবেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-প্রচার সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, সাবেক এমপি সৈয়দ আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, সাবেক যুবদল নেতা মোরতাজুল করিম বাদরুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত