রাজধানীতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
প্রকাশ: ৭ মে ২০২৩, ১৫:০৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। শনিবার (৬ মে) রাতে হাতিরঝিলের বড় মগবাজার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়
রবিবার (৭ মে) গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. মিজানুর রহমান ওরফে মেজু, গোলাম মাওলা ওরফে রতন, রাজন মিয়া, মো. রাজন ও মো. জুয়েল ওরফে জহির।
সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রয় করতো।’
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত