রাজধানীতে টেকসই উন্নয়ন ও এমআরএ আইন বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত

  প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশ: ২০ মার্চ ২০২২, ১৯:২১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫১

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এমআরএ আইন ২০০৬ ও বিধিমালা ২০১০ যুগোপযোগী শীর্ষক বিশেষ সম্মেলন অনুিষ্ঠত হয়েছে। রবিবার সাভারের বিরুলিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা- রিসডা বাংলাদেশ এর সম্মেলন কক্ষে সিডিএফ এই সম্মেলন আয়োজন করে।

সিডিএফ এর চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারওে সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পণামন্ত্রী জনাব এম. এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের , রিসডা বাংলাদেশ এর চেয়ারম্যান মো: নুরুজ্জামান মুন্না ,টিএমএমএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম , সিডিএফ এর ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ, দিশার নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম , সিডিএফ এর নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল, রিসডা-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ হেমায়েত হোসেন প্রমুখ। 

আইডিএফ এবং রিসডা বাংলাদেশ এর সহোযোগিতায় আয়োজিত সম্মেলনে বক্তারা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এমআরএ আইন ২০০৬ ও বিধিমালা ২০১০ যুগোপযোগী করণের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত