রাজধানীতে গ্রেফতার ৬৬ জন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:২৪

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এডিসি মো. ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মো. ইফতেখায়রুল ইসলাম আরও জানান, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ২৩৬ পিস ইয়াবা, ৩০২ গ্রাম ৮ পুরিয়া হেরোইন, ২৬৬ ক্যান বিয়ার, ৭০ কেজি ১০০ গ্রাম ১৪৪ পুরিয়া গাঁজা ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতার সবাই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত