রাইসি’র মৃত্যুতে পাকিস্তানে এক দিনের শোক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ১২:২৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৭

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় পাকিস্তানে এক দিনের শোক ঘোষণা করেছেন।
খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টকৃত এক বার্তায় শেহবাজ বলেন, ‘পাকিস্তান প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান এবং ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবে এক দিনের শোক পালন করবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে।’
তিনি আরো বলেন, ‘পাকিস্তান সরকার ও জনগণসহ আমি ইরানের এই অপূরণীয় ক্ষতির জন্য দেশটির প্রতি আমাদের গভীর শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ইরানের জনগণ প্রথাগতভাবে সাহসের সাথে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।’
এ বছরের গোড়ার দিকে পাকিস্তান ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর প্রতিবেশি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গত এপ্রিলে রাইসিকে তিন দিনের সফরে ইসলামাবাদে আমন্ত্রণ জানায়।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত