রমিজ রাজা দেখতে চান, পিএসএল বাদ দিয়ে এবার কারা আইপিএলে যান
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১৩:৪২ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১
শুরু থেকেই আইপিএলের মতো নিলামপ্রক্রিয়া নয়, বরং বিপিএলের মতো ড্রাফট পদ্ধতি ব্যবহার করে আসছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে একজন খেলোয়াড়ের পেছনে টাকার বস্তা নিয়ে ছুটতে পারে না ফ্র্যাঞ্চাইজিগুলো, কারোর দাম অস্বাভাবিক হারে বাড়তেও পারে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজার মতে, এ ব্যাপারই পিএসএলকে আইপিএলের চেয়ে পিছিয়ে রাখছে। খেলোয়াড় ড্রাফট পদ্ধতি অনুসরণ না করে পিএসএলে নিলামপ্রক্রিয়া চালু করলে খেলোয়াড়েরা আইপিএল নয়, বরং পিএসএলকেই প্রাধান্য দিতেন, এমনটাই মনে হচ্ছে রমিজের।
এ কারণে আগামী মৌসুম থেকেই নিলামপ্রক্রিয়া চালু করতে চাইছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ জানিয়েছেন, ‘আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য আমাদের নতুন সম্পত্তি সৃষ্টি করতে হবে। আপাতত আমাদের পিএসএল আর আইসিসির তহবিল ছাড়া কিছুই নেই। আমি পিএসএলের আগামী মৌসুম থেকে নিলামপ্রক্রিয়া শুরু করতে চাইছি। ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বসে এ নিয়ে আলোচনা করতে হবে।’
আইপিএলের মতো পিএসএলেও নিলাম শুরু হলে খেলোয়াড়েরা পিএসএলকেই বেশি গুরুত্ব দেবেন বলে মনে করছেন সাবেক বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার, ‘এটা দিনশেষে টাকার খেলা। দেশে ক্রিকেটীয় অর্থনীতি উন্নত হলে আমাদের সম্মানও বাড়বে। ক্রিকেটীয় অর্থনীতি উন্নত করার প্রধান হাতিয়ার হলো পিএসএল। আমরা যদি পিএসএলে নিলামপ্রক্রিয়া চালু করি, ফ্র্যাঞ্চাইজিগুলোকে বেশি খরচ করার ক্ষমতা দিই, তাহলে আমরা অনায়াসে পিএসএলকে আইপিএলের কাতারে নিয়ে আসতে পারি। তারপর দেখব, কে পিএসএল বাদ দিয়ে আইপিএলে খেলতে যায়।’
এর মধ্যেই কয়েক ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন রমিজ, ‘আপনি যদি ড্রাফট প্রক্রিয়া থেকে সরে এসে নিলামপ্রক্রিয়া চালু করেন, তাহলে বিশ্বের অনেক প্রতিভাবান খেলোয়াড়কেই দলে টানতে পারবেন, তাঁরাও আগ্রহী হবে। আমি দুজন ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে কথা বলেছি, তাঁরা এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে রাজি। অন্যদের সঙ্গেও আস্তে–ধীরে কথা বলব। এ পরিকল্পনা এখনো ভাবনাচিন্তার মধ্যেই আছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আমি সবচেয়ে বেশি আগ্রহী।’
এবার মাত্র দুই শহর—করাচি ও লাহোরে পিএসএল আয়োজিত হয়েছে। আগামী মৌসুম থেকে অন্যান্য শহরেও হোম ও অ্যাওয়ে ভিত্তিতে পিএসএলের আয়োজন করতে চাইছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান, ‘আমরা চাই, আগামী মৌসুম থেকে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে সব ভেন্যুতে পিএসএল আয়োজিত হবে। টিকিট বিক্রি বাবদ আরও অনেক টাকা আসবে। আমরা পিএসএলের পুরো ধারণাকেই বদলে দিতে চাই।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত