রমজানে খাদ্য পন্যের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা
প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১৯:১৮ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:২২
রমজান উপলক্ষে অনেক ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির চেষ্টা করেন। যারা এই অপচেষ্টায় লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্তা গ্রহণ করা হবে। শনিবার (১৯ মার্চ) দুপুরে আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থীতিশীল রাখতে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনাতায়নে অননুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বাজার কর্মকর্তা সুজাত খান, ব্যবসায়ী নেতা সরদার ফখরুল আলম সাহেব, পুলিশ সুপারের প্রতিনিধি মোঃ আলী নওয়াজসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।পবিত্র রমজানে বাজার স্থীতিশীল রাখলে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসনের সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষন করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, রমজানকে সামনে রেখে বাজার যেন স্থীতিশীল থাকে সে ব্যপারে ব্যবসায়ী নেতারা কথা দিয়েছে। পাইকারী ও খুচরা বিক্রেতারা ভাউচারের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করবে। এরপরে কোথাও যদি অনিয়ম হয় তবে জেলা প্রশাসন কঠোর আইননানুগ ব্যবস্থা গ্রহন করবে।
বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা প্রশাসনের কাছে সহযোগীতা চেয়েছি। পবিত্র রমজানে বাজার স্থীতিশীল রাখা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত