রমজানের শেষ ১০ দিন মসজিদে নববী ২৪ ঘণ্টা খোলা থাকবে
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ১৬:২৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করেছে মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারাবির আধাঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজর নামাজের দুই ঘণ্টা আগে খোলা হবে। তবে রমজানের শেষ ১০ দিন ২৪ ঘণ্টা মসজিদ খোলা থাকবে।
মসজিদে নববীতে এবার করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে এবং মাঠে একই সংখ্যক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত