রঙ্গপুরে কালভার্ট ভেঙ্গে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বিছিন্ন
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১০:৫৭ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫
ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। পানির স্রোতে শুক্রবার রাতে বালাপাড়া ইউনিয়নের শান্ত বাজারের নিকট রাস্তার কালভার্ট ভেঙ্গে ১০ গ্রামের মানুষের যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চর ঢুষমারা, চর গনাই, হয়বতখাঁ, জিগা বাড়ী, আরাজি হরিশ্বর, গুপিঙ্গা, মৌলভীবাজার এলাকায় পানি প্রবেশ করেছে। এতে পানির প্রবল স্রোতে বালাপাড়া ইউনিয়নের ৩ ওয়ার্ডে শান্ত বাজারের কাছে রাস্তার কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় ১০ গ্রামের মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়েছে। বালুর বস্তা ফেলে কোন রকমে একটু চলাচলের ব্যবস্থার চেষ্টা চালাচ্ছে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী। ভারী বৃষ্টি ও তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের আমন বীজ তলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শান্ত বাজার এলাকার বাসিন্দা মোফাজ্জল, আঃ আউয়াল, ফারুক বলেন মৌলভী বাজার, গুপিডাঙ্গা, আরাজী হরিশ্বর, আরাজি খোর্দ্দ ভূতছাড়া, সাব্দী, ব্রেন্টের
বাজার, চরনাজিরদহ, ঠিকানার বাজার, পাগলারহাট, খলাইঘাট, এলাকার মানুষ এ রাস্তা দিয়ে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। কিন্তু রাস্তার কালভার্টটি তিস্তার পানির প্রবল স্রোতে ভেঙ্গে যাওয়ায় এ অঞ্চলের মানুষ চরম দূর্ভোগে পড়েছে। এলাকাবাসী সরকারি ভাবে দ্রুত রাস্তা সংস্কার ও সেতু নির্মাণের দাবী জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী ঘটনা স্থল পরিদর্শন করেছেন। নির্বাহী অফিসার জানান, আপাতত বালুর বস্তা ফেলে যোগাযোগ সাভাবিক করা হবে এর পর পানি কমে গেলে দ্রুত কালভার্ট নির্মাণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত