রঙিন খামে চিঠি
প্রকাশ: ১৪ মে ২০২১, ০৯:০৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬
ঈদ শুভেচ্ছা পাঠিয়েছে
বন্ধুরা সব কত,
তোমারটাই ছিলো সেরা
আমার মনের মত।
একগুচ্ছো গোলাপ আর
রঙিন খামে চিঠি,
আজো আমার মনে পড়ে
তুমি লিখেছিলে কী?
ঈদ মোবারক ঈদ মোবারক
কেমন আছো তুমি?
আমায় কী আর পড়ে না মনে
ভুলে গেছো তুমি?
দুপচাঁচিয়া,বগুড়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত