রঙিন এক বৈশাখে

  বিচিত্র কুমার

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ০৮:৩৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৪০

বৈশাখতে তোমায় কিনে দিব হলুদ বর্ণের শাড়ি
কিনে দিব আলতা ফিতা রঙিন কাচের চুরি,
রঙিন পোশাক পরে দুজন করবো উড়াউড়ি
বৈশাখী মেলায় দেখা হলে তোর সাথে ও ছুড়ি।

মেহদী রাঙা হাতে হাত রেখে কথা হবে মুখোমুখী
বটের ছায়ায় বসে দুজন খাব বাদাম জালমুড়ি
বরই আচার মন্ডা মিঠাই চেটেপুটে খাব ঘুরি
ধুত্তুরি ছাই বুঝে নাকো খাব ডাল পুড়ি।

তখন ফিলিক্স পাখির ডানায় চড়ে যাব স্বপ্নপুরী
কচি ঘাসের বুকে উড়ে রঙিন প্রজাপতি, 
নাগরদোলায় ঘুরে ঘুরে পাখিরা সব যাই বাড়ি
স্বপ্ন ডানা ভেঙ্গে তখন থাকবে শুধু তার মধুর স্মৃতি।

এই ওঠো দেখি অনেক বেলা হয়েছে রবি
এখন যেতে হবে বাড়ি,
কল্পনাতে ছিলাম দুজন ভীষণ বাড়াবাড়ি
দেখছি তোমার এখন খুব পাড়াপাড়ি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত