রক্তে ভেজা বুক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৯:২৬ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩
নীপা চৌধুরী
-----------------
রক্তে ভিজে গেছে বাংলার বুক
সুনামি প্রবল প্রবাহিত তার ধারা
সাগর -নদী দিক-বিদিক হলো দিশেহারা
শোকে কাতর জনপদ সংসারী মুখ
বিদায় কেন এই সংবর্ধাহীন বিদায়
এমন স্বাধীন বজ্রকণ্ঠের এ করুণ বিদায়
স্থানচ্যুত অস্থির শকুন ঠোঁট কুরে কুরে খায়
বিরহ ভূমির স্থুল -দেহীরা বিহ্বল কথায়
বিদ্রোহ বুলেট ছিন্ন করে তর্জনীর জীবন
শেকড় উপরে ফেলার একটা মরণপণ আয়োজন
উনুন ছেড়ে গাঁয়ের বধূ করে অনশন
অভিমানে হয় আয়ূশূন্য সবুজ উদ্যান বন
বিনিদ্র কবর কাঁদে শোকাহত বাংলায়
অজপাড়াগাঁয়ে যুবা বৃদ্ধের চোখ আলো হারায়
সেদিন হায়েনার অট্টহাসি করে জ্বালাতন
বারুদ আগুন খেলায়
গভীর শোক ব্যথায় কুঁকড়ে ওঠে তীব্রতায়
সমূহ সম্ভবনাময় নগরী স্ব ভূমির মায়ায়
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত