রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন জিএম কাদের

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১২:৪২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:২৪

রওশন এরশাদ ও জিএম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (২৫ নভেম্বর) গুলশানে রওশনের এরশাদের নিজ বাসায় দেখা করতে যান জিএম কাদের। জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শীর্ষ দুই নেতা পারিবারিকভাবে বৈঠক করেছেন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান জি এম কাদের।

বৈঠকের সময় আরও ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশিদ ও রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত