রংপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৯:৫৪ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৯

কাউনিয়ায় তিস্তার পানি কমতে শুরু করেছে। রবিবার সকাল থেকে পানি কিছুটা কমে তিস্তা রেল সেতু পয়েন্টে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে চরাঞ্চলের মানুষের বন্যা আতঙ্ক এখনও কাটেনি। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে কাউনিয়ায় পানি বন্দী হয়ে পড়া ঢুষমারা, তালুক শাহবাজ, পূর্ব নিজপাড়ার অংশ, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, চর প্রাননাথ, চর হয়বতখাঁ, চর গনাই, আজমখাঁর চর গ্রামের ৫ শতাধিক বাড়ীঘর ও আমন ধানের ক্ষেত ও বীজ তলা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। তবে বন্যা দূর্গত এলাকায় এখনো কোন ত্রাণ সামগ্রী পৌঁছেনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক গত শনিবার বিকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে ভারী বৃষ্টি পাত ও উজান থেকে পাহাড়ী ঢলের পরিমান কমে যাওয়ায় কাউনিয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভারী বৃষ্টি পাত ও উজানের পাহাড়ি ঢল না আসলে আগামী কাল সোমবার থেকে বন্যা পরিস্থিতির আরো উন্নতি ঘটবে বলে তারা আশা পোষন করছেন। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী ও টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন তাদের এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের নিকট জমা দেওয়ার প্রস্তুতি চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার বলেন তিস্তার পানি কমতে শুরু করেছে। কী পরিমান বাড়ি ঘর পানিতে ডুবে ক্ষতি গ্রস্থ হয়েছে তার তালিকা তৈরি করে জেলা ত্রান অফিসে পাঠানো হবে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত