রংপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলার পুরস্কার বিতরণ
প্রকাশ: ১ আগস্ট ২০২৩, ১০:৩৫ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:১২
কাউনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল খেলার উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সোমবার বিকালে মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, আঃ মজিদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, সহকারী শিক্ষা অফিসার রঞ্জু আলম, আঃ লতিফ, এসএম আল মামুন, প্রধান শিক্ষক মোজাম্মেল হক বুলবুল, শাহ ইকবাল হোসেন, আশফিকা বুলবুল পেস্তা প্রমূখ। বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলায় খিদরা উপনচকি সরকারী প্রাথমিক বিদ্যালয় সারাই দরজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ২-১ খোলে হারিয়ে বিজয়ী হয়। শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয় আকাশ। বঙ্গমাতা গোল্ড কাপ খেলায় বড়–য়াহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় খোপাতি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত কওে বিজয়ী হয়। শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয় মেঘলা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত