রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:০৮ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৬
কাউনিয়ায় ফুটবল খেলা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আশিকুর রহমান নামের এক কলেজ ছাত্র শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ অভিযান চালিয়ে নিজপাড়া গ্রামের আতিকুর রহমান নামের এক যুবককে রাতেই গ্রেফতার করে। থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে শুক্রবার বিকালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিজপাড়া ও হরিশ্বর গ্রামের যুবকরা ফুটবল খেলার আয়োজন করে। ফুটবল খেলা কে কেন্দ্র করে খেলার মাঠে আশিকুর রহমান ও আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। খেলার মাঠের ঝগড়ার জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে কাউনিয়া গালর্স স্কুলে মোড় কুড়িগ্রাম বাসস্টান্ডে আতিকুর রহমান ও কলেজ ছাত্র আশিকুর রহমানের মধ্যে সংঘর্ষ হয়।
এতে আশিকুর রহমানসহ ৫ কিশোর আহত হয়। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার মধ্যে গুরুত্বর আহত আশিকুর রহমানের অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে সে মারা যায়। আশিকুর রহমান উপজেলার হরিশ্বর স্টেশন কলোনী দোলাপাড়া গ্রামের তফেল উদ্দিনের পুত্র। সে কাউনিয়া কলেজের ছাত্র। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান অভিযান চালিয়ে নিজপাড়া গ্রামের আতিকুর রহমান নামের এক যুবক কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত