রংপুরে প্রবাস বন্ধু ফোরামের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১৯:২৩ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭
রংপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন জেন্ডার জাস্টিস ডায়বারসিটি (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় মাইগ্রেশন প্রোগ্রাম রেফারেল মূল্যবোধ নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিকালে রংপুর ব্র্যাক লার্নিং সেন্টারে সমাপনী হয়।
রংপুরের ৪টি উপজেলার প্রবাস বন্ধু ফোরামের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রংপুর জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মোঃ খায়রুল হাসান, রংপুর জেলা সাইকোসোশ্যাল কাউন্সিলর উম্মে খাদিজাতুল কোবরা, রংপুর সেক্টর স্পেশালিস্ট মোঃ হুমায়ুন কবির, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন, পীরগাছা উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার ফারজানা ইয়াসমিন, রংপুর সদর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আবু হানিফা, তারাগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোঃ তারাজুল ইসলাম প্রমূখ। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা প্রবাস বন্ধু ফোরাম এর সাধারন সম্পাদক সারওয়ার আলম মুকুল, পীরগাছা উপজেলা প্রবাস বন্ধু ফোরাম এর সহ সভাপতি একরামুল হক, রংপুর সদর উপজেলা উপজেলা প্রবাস বন্ধু ফোরাম এর সদস্য কুমুদিনি প্রমূখ। কর্মশালায় প্রবাস বন্ধু ফোরাম এর কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। কর্মশালায় ৪উপজেলার ৩৪ জন অংশ গ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত