রংপুরে তিস্তার চরে আলু রোপনে ব্যস্ত চাষীরা

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১৬:১১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৯

২দশক ধরে আলু চাষে রংপুর বিভাগের চাষীরা দেশের অন্য এলাকার সাথে পাল্লা দিয়ে চলছে। আলু চাষের প্রতিযোগিতায় এগিয়ে আছে কাউনিয়া উপজেলার তিস্তার চরাঞ্চলের কৃষকরা। দ্বিগুণ লাভের আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক ও মাঝারি এবং বড় আলু চাষিরা। 

হিমাগার থেকে বীজ সংগ্রহ, জমি প্রস্তুত, সার প্রয়োগসহ বিভিন্ন কাজে দিনভর ব্যস্ত রাখছেন নিজেদের। আমন ধান কাটা ও মাড়াই শেষ করে সেই জমি এবং তিস্তার জেগে উঠা চরে আলু রোপনের ধুম পড়েছে। আলু রোপণকে ঘিরে তিস্তার চরাঞ্চলসহ মাঠজুড়ে কৃষকের মাঝে প্রণচাঞ্চল্য ফিরে এসেছে। মাঠে কেউবা জমি তৈরি, আগাছা পরিষ্কার ও বীজ সংগ্রহ নিয়ে নিজেদের মতো ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলে আগাম জাতের ধান কাটার পরপরই দ্রুত জমি চাষ দিয়ে আলু রোপন শুরু করেছে কৃষকরা তালুকশাহাবাজ, চর ঢুষমারা, গনাই, হয়বত খাঁ, আজম খাঁ, বিশ্নাথ, প্রাননাথচর, নাজিরদহসহ বিভিন্ন গ্রামের আলু চাষীরাস জানান, গত বছর আগাম আলুর ভালো দাম পাওয়ায় এবারো গ্র্যান্ডউলা, ডায়মন্ড, ক্যারেজ, কার্ডিনাল, লড়া, কুপড়ি ও দেশী জাতের পাখারী, ঝাউ, ইন্দুর পানি, শিল বিলাতি আলু রোপন করছেন আবার কেইবা বরবেন। 

কৃষকরা জানান গত বছর ভালোই দাম পেয়েছি, এবার আল্লাই ভালো জানেন কপালে কি আছে। নাজিরদহ গ্রামের আলগীর জানান, গত বছর ৪ বিঘা জমিতে আলু রোপন করলেও এবার এবার ৬ বিঘা জমিতে আলু চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। একই কথা জানালেন মকবুল ও নুরু। ঢুসমারা চরের চাষি নজরুল ইসলাম জানান, তিস্তার চরে গত বছরের চেয়ে বেশী জমিতে আলু চাষ হবে। বর্তমানে আলুর বাজার বেশী থাকায় অনেক চাষিই আলু চাষে আগ্রহী হয়েছে। 

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর ৪৯৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১লাখ ৫০হাজার ৭৪৩ টন। ফলন ধরা হয়েছে হেক্টরে ৩০.৩ টন। ইতোমধ্যে বিএডিসি বীজ গ্রহনের জন্য ৩৫জন চাষি আবেদন করেছে। উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আলূ চাষ হবে আশা করছেন কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান উপজেলার মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য খুবই উপোযাগী। প্রতি বছর এ এলাকার কৃষক আলু চাষ করে দ্বিগুণ লাভ করে থাকেন। 

কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন। এখানকার উৎপাদিত আলু দেশের বিভিন্ন জেলায় রফতানি করা হয়। গত বছরের চেয়ে এবার বেশি জমিতে আলু চাষ হবে। অনুকূল আবহাওয়া ও বাজারদর ভালো পেলে কৃষকরা লাভবান হবে বলে আশা করছেন তিনি। 

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত