রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১১:৫৮ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪
কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়ার বামনপুরে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক উপস্থিত ছিলেন।
এরপরই ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের মা-বাবা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এর আগে, আজ সকাল ১১টার কিছুক্ষণ আগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত