রংপুরে অটরিক্সা চাপায় শিশুর মৃত্যু
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১৮:০৪ | আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫০
কাউনিয়ায় উপজেলার টেপামধুপুর লালমসজিদ থেকে রাজিবগামী গ্রামীন সড়কে সোমবার অটো চাপায় মৃত্যু রবণ করল রিয়ান বাবু (৪)। রিয়ান বাবু নিজদর্পা ভাংগারজং গ্রামের রবিউল ইসলাম এর পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে জলার টেপামধুপুর লালমসজিদ থেকে রাজিব হয়ে কুটিরপাড় যাওয়ার পথে নিজদর্পা ভাংগারজং গ্রামের রবিউল ইসলাম এর বাড়ির কাছে আসলে হঠাত করে বাড়ি থেকে রিয়ান বাবু বের হয়ে রাস্তা পার হতে গিয়ে আটোর সাথে ধাক্কা খায়। অটোর ধাক্কায় রিয়ান বাবু রাস্তায় পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হয় এবং অটোটি পার্শের খাদে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে আটোর ধাক্কায় রিয়ান বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত