রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে পুষ্টি বাগানের ব্যবস্থা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১০:৩৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৫৫

কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য চারা, বীজ, সারসহ বিভিন্ন উপকরণ মঙ্গলবার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের সামনে বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহনাজ পারভীন। 

এসময় আরো উপস্থিতি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইশারত আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইয়েদুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার, সাংবাদিক জসিম সরকার, সাইফুল ইসলাম, কৃষক কৃষানীরা। কৃষি কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কাউনিয়ায় ৭০টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৭০জন কৃষকের মাঝে বাগান স্থাপনের কলাকৌশলের উপর ব্রিফিং শেষে কৃষকদের মাঝে বীজ, সার, ঝাঝড়ি, সাইনবোর্ড, গাছের চারা (মাল্টা, লেবু, পেঁপে) ইত্যাদি বিতরণ করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত