রংপুরের কাউনিয়ায় লক্ষ্যমাত্রার বেশি আমন বীজতলা তৈরী
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ১৮:১৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪
রংপুরের শষ্য ভান্ডারস কাউনিয়ায় চলতি ২০২৩-২৪ আমন মৌসুমে রোপা আমন চাষ সফল করতে উপজেলা কৃষি বিভাগ ৫৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে অর্জন করেছে ৬৮০ হেক্টর জমিতে।
সরেজমিনে উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি গ্রামের জলশয়ের পাড়, নদীর পাড় এবং ভিটা ও নিচু জমি গুলোতে কৃষক বীজতলা প্রস্তুত করেছে। উপজেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে উপজেলা ১১ হাজার ৪৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ২৫৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে। আমন ধান রোপন চলমান রয়েছে।
গদাই গ্রামের কৃষক আলামিন জানান, হঠাৎ তিস্তা নদীর পানি বৃদ্ধিতে কিছু বীজতলার ক্ষতি হলেও আপাতত বীজের কোন সংকট নাই। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন জানায়, উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন চাষের জন্য ৫৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে ৬৮০ হেক্টর। চলতি ২০২৩-২০২৪ রোপা আমন চাষ মৌসুমে ১১ হাজার ৪শ ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিস্তার পানি বৃদ্ধিতে কিছু বীজতলা নষ্ট হলেও চারা বীজের তেমন কোন সংকট নাই। তিনি আরও জানান আপাতত সারের কোন সংকট এই উপজেলায় নেই। অন্যান্য বছরের তুলনায় যে পরিমান বৃষ্টিপাত হয়েছে তাতে কৃষকদের রোপা আমন চাষে পানির কোন সমস্যা হবেনা। কৃষকরা আমন ধান রোপানে ব্যস্ত সময় পার করছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত