রংপুরের কাউনিয়ায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈ-মাসিক সভা  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:১২ |  আপডেট  : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:০৭

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় কাউনিয়া উপজেলা ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি ও পিস ফেসিলেটর গ্রুপ পিএফজি) ত্রৈমাসিক সভা রবিবার জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন হল রুমে অনুষ্ঠিত হয়। 

কাউনিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের উপজেলা সমন্বয়কারী মাসুম পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পিএফজি কমিটির এম্বাসেডর ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আলহাজ¦ ইদ্রিস আলী, পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, পিএফজি সদস্য ও বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন দলের ছাত্র নেতার কে নিয়ে সহিংসতা পরিহারে ডায়লগ এবং জনবহুল স্থানে সচেতনামূলক ভিডিও প্রদর্শন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত