যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১৩:২৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯

যথাযথ চিকিৎসা না দেওয়া হলে আগামী কয়েকদিনের মধ্যে মারা যেতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বলে পরিচিত রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনি। এমন শঙ্কা প্রকাশ করেছেন কারাগারে নিয়োজিত তার চিকিৎসকরা। আজ রবিবার (১৮ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো মুহূর্তে নাভালনির কার্ডিয়াক অ্যারেস্ট বা কিডনি বিকল হওয়ার শঙ্কা রয়েছে। সাম্প্রতিক রক্ত পরীক্ষাগুলোর রিপোর্ট দেখে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ক্রেমলিন সমালোচকের ব্যক্তিগত চিকিত্সক আনাস্তাসিয়া ভাসিলিভাসহ চারজন চিকিৎসক কারাগারের কর্মকর্তাদের কাছে তাকে জরুরিভাবে দেখার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, নাভালনির শরীরে পটাশিয়ামের লেভেল সংকটময় অবস্থায় পৌঁছে গেছে। এক টুইট বার্তায় চিঠিটি শেয়ার করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, রেনাল ফাংশন এবং হার্টের ছন্দপতন যে কোনো সময় ঘটতে পারে। সাধারণত রক্তের পটাশিয়াম লেভেল ৬.০ মিলিমোল হলেই জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। কিন্তু নাভালনির রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, তার পটাশিয়াম লেভেল বর্তমানে ৭.১।

কারাগারে পর্যাপ্ত সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়ে গত ৩১ মার্চ থেকে কোনো ধরনের খাবার গ্রহণ করছেন না ৪৪ বছর বয়সী অ্যালেক্সাই নাভালনি। রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) পূর্বদিকে অবস্থিত আই কে-২ সংশোধনমূলক পেনেল কলোনিতে কারাভোগ করছেন এই নেতা।

এদিকে গত শুক্রবার প্রায় ৮০ জন বিখ্যাত লেখক, অভিনেতা, ইতিহাসবীদ, সাংবাদিক ও পরিচালক তার মুক্তির দাবি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবর একটি খোলা চিঠি লিখেছেন। এর মধ্যে আছেন জে কে রাওলিং ও সালমান রুশদির মতো বিখ্যাত লেখকরাও।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত