যে কারণে মিশা-জায়েদের পক্ষে নির্বাচন করছেন মৌসুমী
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২২, ১৫:১৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৪
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন মিশা সওদাগর ও মৌসুমী। ওই নির্বাচনে মিশার কাছে হেরে যান নায়িকা মৌসুমী।
এবারের নির্বাচনে মিশার প্যানেলে যোগ দিয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শনী’খ্যাত এই নায়িকা। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী নিজেই।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমী বলেন, ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন তিনি। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধ রাখতেই নির্বাচনে এসেছি।
জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করে এ অভিনেত্রী বলেন, মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করে বলেই তাদের প্যানেলের সঙ্গে যুক্ত হয়েছি।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনেও দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর একটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল, অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত