যে কারণে প্রিয় শিল্পীদের নাম বলতে নারাজ মেহ্‌জাবীন চৌধুরী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ মে ২০২১, ১০:২৬ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহ্‌জাবীন চৌধুরীর পছন্দের তারকা কারা? এমন প্রশ্ন তাঁকে প্রায়ই শুনতে হয়। কিন্তু ভারতের একটি টিভি অনুষ্ঠান দেখে এমন প্রশ্নের উত্তর দেওয়া থেকে কয়েক বছর বিরত থেকেছেন তিনি। গত বছর ভারতীয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর তিনি তাঁর প্রিয় অভিনয়শিল্পীদের নাম মুখে আনছেন না। কারণ, কাউকেই কষ্ট দিতে চান না এই অভিনেত্রী। 

মেহ্জাবীন মনে করেন, এ ধরনের প্রশ্নের উত্তরে ভয়ানক কিছু ঘটে যেতে পারে। পছন্দের অভিনয়শিল্পীদের কথা বললে একটা তালিকা করতে হয়। আর শেষের দিকে যাঁদের নাম থাকবে, তাঁদের মন খারাপ হতে পারে। এতে ওই অভিনয়শিল্পী কষ্ট পেতে পারেন। মেহ্‌জাবীন বলেন, ‘আমি একজনকে বড় করতে গিয়ে হয়তো আরেকজনকে কষ্ট দিয়ে ফেলতে পারি। সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর গণমাধ্যমে চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা করণ জোহরের একটি শোকে দোষারোপ করেছেন। তাঁরা বলেছেন, শোগুলোতে সব সময় বলা হতো পছন্দের অভিনয়শিল্পীদের তালিকা করতে। এত বড় একটা শোতে সব সময় দেখা যেত, সুশান্তের মতো একজন ভালো শিল্পীর নাম একদমই শেষে দিকে থাকে। এটা একজন মানুষের ব্যক্তিজীবনে প্রভাব ফেলে।’

ক্যারিয়ারে মেহ্‌জাবীন দেশের প্রায় সব অভিনয়শিল্পীর সঙ্গেই অভিনয় করেছেন। তাঁদের অনেকের সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। তিনি বলেন, ‘আমি পছন্দের শিল্পীর তালিকা করলে কোথাও যখন প্রকাশ পাবে, তখন সেই শিল্পী জানবেন। এমনও হতে পারে, পরিচিত একজনের নাম বলতে ভুলে গেছি। এটা তাঁর জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। আমার প্রতি তাঁর শ্রদ্ধাটা একটু হলেও কমে যাবে। আমি মনে করি, দিন শেষে আমাদের সবাইকে মানসিকভাবে সুস্থ থেকে ভালো কাজ করতে হবে। স্বাস্থ্যকর প্রতিযোগিতা ভালো, কিন্তু আমাকে সব সময় ১ নম্বর হতে হবে, এটা ভালো নয়।’

সম্প্রতি মেহ্‌জাবীনের জন্য খুশির খবর বয়ে এনেছে ইউটিউব। দেশের একমাত্র অভিনেত্রী হিসেবে তাঁর ২০টি নাটক ইউটিউবে কোটিবারের বেশি দেখা হয়েছে। শুরুটা হয়েছিল ‘বড় ছেলে’ নাটক দিয়ে। এই নাটকগুলোতে অভিনয় করেছেন অপূর্ব, আফরান নিশো প্রমুখ। বর্তমানে এই অভিনেত্রী করোনা পরিস্থিতির কারণে শুটিং থেকে দূরে আছেন। গত এক মাসে বাতিল করেছেন ১২টির বেশি ঈদ নাটকের শুটিং। পরিস্থিতি দেখেই তিনি শুটিংয়ে ফিরবেন।

এদিকে করোনার টিকা নিতে উৎসাহ দিতে ইউনিসেফ বাংলাদেশ বিশেষ প্রচারণায় নেমেছে। তাদের ফেসবুক পেজে মেহ্‌জাবীন চৌধুরীকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে মেহ্‌জাবীন ফেসবুকে লিখেছেন, ‘করোনাভাইরাস থেকে টিকা আপনাকে নিরাপদ রাখবে। তাই এই টিকাদান সপ্তাহে আপনার ও আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত