যেখানে স্বল্পমূল্যে পণ্য পাওয়া যায় সেখানে কিনুন, ভোক্তাদের প্রতিমন্ত্রী
প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ১৯:৪৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২
যেখানে কম টাকায় স্বস্তায় পণ্য পাওয়া যায় সেখান থেকে পণ্য কিনতে ভোক্তাদের আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কৃষক পর্যায় মাঠ থেকে পণ্য ট্রাকে উঠে সেই ট্রাকটি হোলসেল হয়ে রিটেইল পর্যন্ত পৌঁছানোর জায়গাটিতে এখনও সম্পূর্ণ সহজ করতে পারিনি। আপনারা উৎপাদক থেকে কৃষি পণ্যে লেবু, শসা, বেগুন সোর্সে যান। কতো টাকায় ট্রাকে উঠছে আর এই হাত ঘুরে কত টাকায় বিক্রি হচ্ছে এটির একটি নিউজ করলে আমার সীমাবদ্ধতা সম্পর্কে বুঝতে পারবেন। কৃষি পণ্য অধিদপ্তর আমার মন্ত্রণালয় না। আরেকটি মন্ত্রণালয়ের। যাদের এটির দাম ঠিক করে দেয়ার কথা, যারা এটির পরিবহন ঠিক করে এবং ঢাকায় এনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দিলে তারপর আমি পাবো।
কিন্তু বাকি পরিবহন ব্যবস্থা আমার মন্ত্রণালয়ের অধীনে না। দোষ চাপানোর জন্য এটি বলছি না। তাদের সাথে আমরা কাজ করছি।
এটি অনেকদিন শক্তিশালী ছিল না। শক্তিশালী করার ব্যবস্থা করছি। তাদের এই ক্যাপাসিটি ছিল না। সুপারশপ থেকে মানুষকে পণ্য কেনার উৎসাহ দিলেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমি মানুষকে ফিক্সড প্রাইজে যেখানে স্বল্পমূল্যে ও সুবিধাজনক পণ্য পাওয়া যায় সেখান থেকে কিনতে বলেছি। কিন্তু একটি ব্যক্তির মুখের কোডকে প্রচার না করার জন্য বলছি। তিনি বলেন, একজন বললো বেগুনের দাম ১০০ টাকার ওপরে। কিন্তু ওই বেগুনের দামটাই যেখানে এসিতে বেশি থাকার কথা সেটি কম নাকি সেটি জিজ্ঞেস করে বেগুন বিক্রেতাকে জিজ্ঞেস করুন যে ভেতরে যদি ৯০ টাকা হয় তোমার এখানে বেশি কেন। আমি কাউকে প্রমোট করছি না। আমি ভোক্তাদের যেন সহজ হয়, কম দামে যেখানে জিনিস পাওয়া যায় সেটাই বলার চেষ্টা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত