যুদ্ধ অথবা সংলাপ যেকোনো উপায়ে লক্ষ্য অর্জন করবই: ইমানুয়েলকে পুতিন
প্রকাশ: ৭ মার্চ ২০২২, ১১:০১ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে মস্কো তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেই চাই তা যুদ্ধের মাধ্যমে হোক কিংবা সংলাপের মাধ্যমে। তিনি রোববার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের কর্মকর্তারা সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন। মস্কো ঘোষণা করেছে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে।
ম্যাকরনকে পুতিন বলেন, ইউক্রেনকে নাৎসিমুক্ত করা, দেশটির নিরস্ত্রিকরণ ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করার জন্য তিনি এ অভিযান চালাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন মস্কোর দাবির জবাব না দেয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
রাশিয়া এর আগেও বহুবার ইউক্রেনের পূর্বাঞ্চলে বসবাসরত রুশ বংশোদ্ভূত নাগরিকদের ওপর ইউক্রেনের সেনাবাহিনীর দমন অভিযানের প্রতিবাদ জানিয়েছে। মস্কো এ ধরনের নিপীড়নমূলক আচরণ থেকে কিয়েভকে বিরত রাখার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ ইউক্রেনের যুদ্ধবিমানগুলোকে আশ্রয় দেয়ার ব্যাপারে সেদেশের প্রতিবেশী রোমানিয়াকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধের উপযোগী ইউক্রেন সরকারের গোটা বিমান চলাচল বিভাগ ধ্বংস করে ফেলা হয়েছে।
অন্যদিকে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সতর্ক করে দিয়ে বলেছেন, শেষ পর্যন্ত ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে মস্কো। রাশিয়া কারো চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত